নাগোরনো-কারাবাখ নিয়ে আর্মেনিয়া এবং আজারবাইজানের যুদ্ধে অন্তত পাঁচ হাজার মানুষ নিহত হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বৃহস্পতিবার (২২অক্টোবর) একটি টেলিভিশন বিবৃতিতে এ কথা জানান পুতিন।
এ সময় উভয় দেশের সাথে নিয়মিত যোগাযোগ রাখার কথা উল্লেখ করে তিনি জানান, দিনে একাধিকবার দুই দেশের রাষ্ট্র প্রধানদের সাথে ফোনেও কথা হচ্ছে।
কোনো পক্ষকেই সমর্থন করছেন না জানিয়ে পুতিন বলেন যুদ্ধ থামানোর জন্য সবরকম প্রচেষ্টা চালানো হচ্ছে। এ সময় রুশ প্রেসিডেন্ট তুরস্কের সমালোচনাও করেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি