ভারত-চিন উত্তেজনার মধ্যেই এ মাসের শেষে ভারত মহাসাগরে ব্রহ্মাস ক্ষেপণাস্ত্রের একাধিক পরীক্ষা চালাবে তিন বাহিনী।ডিআরডিও-র তৈরি এই ক্ষেপণাস্ত্রটির পাল্লা ২৯৮ থেকে ৪৫০ কিলোমিটার করেছে ডিআরডিও।
ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, ক্ষেপণাস্ত্রটির কার্যকারিতা ফের একবার পরীক্ষা করতেই এ আয়োজন। দুমাস ধরে একাধিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করে চলেছে ডিআরডিও। সম্প্রতি পরীক্ষা করা হয়েছে শৌর্য ক্ষেপণাস্ত্রের। এটির পাল্লা ৮০০ কিলোমিটার। গতি শব্দের থেকে অনেকগুণ বেশি। ব্রহ্মাস ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা হয়েছে সুখোই-৩০ জেট থেকেও।
সম্প্রতি বঙ্গোপসাগরের একটি টার্গেটে নিখুঁত নিশানায় আঘাত করে এই ক্ষেপণাস্ত্র।
ডেস্ক নিউজ/বিজয় টিভি