বুধবার আফগানিস্থানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে গার্মসির জেলার একটি বাড়িতে মঙ্গলবার রাতে ওই ভয়াবহ বিমান হামলা চালানো হয়। মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ৩০ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন।
মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী ওই হামলার কথা স্বীকার করে বলেছে, তারা তালেবানদের ব্যবহৃত একটি বাড়িতে হামলা চালিয়েছে এবং সেখানে বেসামরিক ব্যক্তিদের উপস্থিতি তাদের জানা ছিল না।
হেলমান্দ প্রদেশের গভর্নর মোহাম্মাদ ইয়াসিন খান বলেন, তালেবানদের বিরুদ্ধে হামলা চালানোর জন্য ন্যাটো জোটের প্রতি আহ্বান জানানো হয়েছিল এবং হামলায় তালেবান ও বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
তবে স্থানীয় অধিবাসী বলেছেন, এখনও ধ্বংসস্থুপের নিচে অনেকের লাশ আটকা পড়ে আছে। তিনি বলেন, এলাকাটি তালেবান নিয়ন্ত্রিত হলেও মার্কিন বিমান হামলার সময় বাড়িটিতে কোনো তালেবান সদস্য ছিল না।
নিউজ ডেস্ক / বিজয় টিভি