২০১৬ সালে প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানকে উৎখাতে ব্যর্থ অভ্যুত্থানে জড়িত ৩৩৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে তুরস্কের একটি আদালত। এদের মধ্যে বহু সেনা কর্মকর্তাও রয়েছেন।
তুরস্কের সবচেয়ে বড় আদালত সিনকানে ওই মামলার রায় ঘোষণা করা হয়। আসামিদের বিরুদ্ধে প্রেসিডেন্ট এরদোয়ানকে হত্যা প্রচেষ্টা এবং সাংবিধানিক প্রতিষ্ঠান দখলের অভিযোগ আনা হয়। ২০১৬ সালের ১৫ জুলাই রাজধানী আঙ্কারার পাশের আকিনচি বিমান ঘাঁটি থেকে সরকার উৎখাতে অভ্যুত্থান ঘটানোর চেষ্টা হয় বলে অভিযোগ রয়েছে।
প্রেসিডেন্ট এরদোয়ানের অভিযোগ, এই অভ্যুত্থানের নেপথ্য ষড়যন্ত্রকারী ছিলেন যুক্তরাষ্ট্রে বসবাসকারী মুসলিম নেতা ফেতুল্লাহ গুলেন। ব্যর্থ এই অভ্যুত্থানে ২৫১ জন নিহত হওয়ার পাশাপাশি আহত হয় দুই হাজারের বেশি মানুষ।
ডেস্ক নিউজ/বিজয় টিভি