মধ্যপ্রাচ্যের দখলদার রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে দ্বিরাষ্ট্রীয় সম্পর্ক ও সহযোগিতায় উন্নয়ন ও পর্যটকদের আকর্ষণ তৈরি করতে পর্যটন খাতে সমঝোতা চুক্তি করেছে বাহরাইন।
বাহরাইনের শিল্প ও বাণিজ্য মন্ত্রী জায়েদ বিন রশিদ আল জায়ানি এবং ইসরায়েলের পর্যটন বিষয়ক মন্ত্রী ওরিত ফারকাশ হ্যাকোহেনের উপস্থিতিতে বুধবার তেলআবিবে পর্যটন বিষয়ক সমঝোতা চুক্তি সম্পন্ন হয়। বাহরাইনের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা বিএনএ এ খবর নিশ্চিত করেছে।
বাহরাইনের ব্যবসা ও বাণিজ্য প্রতিষ্ঠানের ৪০ সদস্যের একটি প্রতিনিধি দল গত মঙ্গলবার ইসরায়েল যায়। তিন দিনের এ সফরে উভয় দেশের মধ্যে নানা খাতের দ্বিরাষ্ট্রীয় চুক্তি করা হবে। পর্যটন খাতে ইসরায়েলের উপসাগরীয় আরব রাষ্ট্রের এটিই প্রথম চুক্তি।
ডেস্ক নিউজ/বিজয় টিভি