অস্ট্রেলিয়ায় উত্তরাঞ্চলীয় রাজ্য কুইন্সল্যান্ডে ভয়াবহ বন্যায় ঘরবাড়ি, স্কুল, বিমানবন্দর পর্যন্ত পানিতে তলিয়ে গেছে। হাজারো মানুষ তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে। বন্যার তোড়ে কুমির লোকালয়ে চলে এসে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে। শতবর্ষে একবার এমন ভয়াবহ বন্যা দেখা দেয়।
পরিস্থিতি মোকাবিলায় সেনাসদস্যদের নামিয়েছে সরকার। সেনাসদস্যরা উপদ্রুত এলাকায় হাজার হাজার বালুর ব্যাগ সরবরাহ করছেন। উভচর যান ব্যবহার করে বিভিন্ন বাড়ির ছাদ থেকে বাসিন্দাদের উদ্ধার করে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার কাজ করছেন। পরিস্থিতি মোকাবিলায় বাঁধের সব দরজা খুলে দেয় কর্তৃপক্ষ।
ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগের কারণে কুইন্সল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলীয় টাউনসভিল নগরীর হাজার হাজার বাসিন্দাকে বিদ্যুৎ ছাড়াই থাকতে হচ্ছে। পানিতে তাদের ঘরবাড়ি ভেসে গেছে। এ অবস্থায় কুমিরের আক্রমণের কথাও ভাবতে হচ্ছে তাদের। টাউনসভিল কর্তৃপক্ষ জানায়, বন্যাবিধ্বস্ত অঞ্চলে নোনা পানির বেশ কয়েকটি কুমির দেখা গেছে।
কুইন্সল্যান্ডের প্রধানমন্ত্রী আনাস্থাসিয়া পালাসে বলেছেন, এখন পর্যন্ত প্রায় ১ হাজার ১০০ মানুষ জরুরি সাহায্যের আবেদন করেছেন।
কর্মকর্তারা বলছেন, বন্যার কবলে ২০ হাজার ঘরবাড়ি পানির নিচে তলিয়ে যেতে পারে। এতে মানুষের জীবন ও সম্পদ ঝুঁকির মুখে পড়েছে। আগামী কয়েক দিনের মধ্যে আরও বৃষ্টিপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি