1. junayed@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
মারাকানায় কুরুক্ষেত্রের পর আর্জেন্টাইন তরুণী গ্রেপ্তার - বিজয় টিভি
ঢাকা শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ১২:২৩ অপরাহ্ন

মারাকানায় কুরুক্ষেত্রের পর আর্জেন্টাইন তরুণী গ্রেপ্তার

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ৪১ বার পড়া হয়েছে

ব্রাজিলের মারাকানায় সুপার ক্লাসিকো ম্যাচে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। সেই ম্যাচের ফলের চেয়ে গ্যালারিতে দুই দলের সমর্থকদের সংঘর্ষ ও আর্জেন্টাইন ভক্তদের ওপর পুলিশের মারধরের ঘটনা আলোচনার জায়গা করে নিয়েছে। ইতোমধ্যে এ নিয়ে তদন্তের ঘোষণা দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এর আগে ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ শেষে এক আলবিসেলেস্তে নারী সমর্থককে গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। এই তথ্য জানিয়েছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো’।

পুলিশের দাবি– মারিয়া বেলেম মাতেউচ্চি নামে ওই সমর্থকের বিরুদ্ধে মাঠে কর্মরত এক সদস্যের সঙ্গে বর্ণবাদী আচরণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ব্যক্তি জানিয়েছেন, ওই নারী তাকে বানর (পিচ অব মানকি) বলে গালি দিয়েছেন। সংঘর্ষের ঘটনায় সবমিলিয়ে আটক করা হয়েছে ১৭ জনকে। পরে তাদের স্টেডিয়ামের স্পেশাল ক্রিমিনাল কোর্টে (জেক্রিম) হাজির করা হয়।

গতকাল (বুধবার) ম্যাচ শুরুর আগেই গ্যালারিতে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই দলের সমর্থকরা। আর্জেন্টিনার জাতীয় সঙ্গীত চলাকালেই দুয়োধ্বনি দিতে শুরু করেন ব্রাজিলের কিছু সমর্থক। একপর্যায়ে দুই পক্ষের দর্শকদের সামাল দিতে স্থানীয় পুলিশ লাঠিচার্জের আশ্রয়ও নিয়েছিলেন। ব্রাজিলের দাঙ্গা পুলিশের এমন মারমুখী আচরণ ভালোভাবে নেননি আর্জেন্টাইন অধিনায়ক মেসি। দলের অন্যরাও জড়ো হয়েছিলেন গ্যালারির সামনে।

একপর্যায়ে প্রতিবাদ জানাতে দলকে মাঠ ছাড়ার ইঙ্গিত দেন লিও। যার সুবাদে খেলাও বন্ধ ছিল লম্বা সময় ধরে। ম্যাচের পর ব্রাজিল পুলিশের এমন আচরণের নিন্দা জানিয়েছেন মেসি। ম্যাচ শুরুর আগে এমন ঘটনায় বেশ ক্ষুব্ধ মেসি মাঠের খেলার দিকে ব্রাজিলিয়ানদের মনোযোগ নেই বলেও সরাসরি কটাক্ষ করেছেন, ‘আমরা দেখেছি পুলিশ কিভাবে মানুষের ওপর চড়াও হচ্ছিল। আমাদের পরিবারের বেশ কয়েকজন সদস্যও ওখানে ছিল। কোপা লিবার্তাদোরেসের ফাইনালেও একই কাজ করেছে তারা (ব্রাজিলের পুলিশ)। মাঠে খেলার চেয়ে সেসবেই তাদের মনোযোগ বেশি থাকে।’

পরবর্তীতে গ্যালারির মারামারি ও পুলিশের লাঠিচার্জ নিয়ে মেসির প্রতিক্রিয়ার জবাব দিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। এক বিবৃতিতে সিবিএফ জানায়, খেলায় শৃঙ্খলা রক্ষা ও পরিকল্পনা বাস্তবায়নের পুরো দায় ছিল রিও ডি জেনেইরোর পুলিশের হাতে। সংঘর্ষ শুরুর পর মাঠে থাকা দুই দলের প্রতিনিধি এবং রিও’র সামরিক পুলিশের সঙ্গে পরিস্থিতির নিয়ন্ত্রণ আনতে যোগাযোগ অব্যাহত রাখার কথাও জানায় সংস্থাটি।

এ ম্যাচ দিয়ে চলমান বিশ্বকাপ বাছাইয়ে টানা তিন ম্যাচে হেরেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এদিন প্রতিপক্ষ আর্জেন্টিনা ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডির একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে। তারা লাতিন আমেরিকার বাছাইপর্বের টেবিলে শীর্ষে রয়েছে। অন্যদিকে ৬ ম্যাচে মাত্র ২ জয়ে ব্রাজিলের অবস্থান ছয়ে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
বদলে গেল বিএসএমএমইউর নাম

বদলে গেল বিএসএমএমইউর নাম

শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
সাবেক এমপি কবিরুল হক মুক্তির বাড়িতে আগুন

সাবেক এমপি কবিরুল হক মুক্তির বাড়িতে আগুন

শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫

আবারও বাড়লো এলপিজির দাম

রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
পাসপোর্টে থাকছে না পুলিশ ভেরিফিকেশন

পাসপোর্টে থাকছে না পুলিশ ভেরিফিকেশন

মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
বাড়ল জ্বালানি তেলের দাম, আজ থেকে কার্যকর

বাড়ল জ্বালানি তেলের দাম, আজ থেকে কার্যকর

শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ

রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ

শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
সারজিস আলম আহত

সারজিস আলম আহত

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৫ বিজয় টিভি || All Rights Reserved.