ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের ক্যারিয়ারজুড়ে বারবার হানা দিয়েছে চোট। যখনই তিনি ঘুরে দাঁড়িয়ে দারুণ কিছু করার স্বপ্ন দেখেছেন, চোট এসে এলোমেলো করে দিয়েছে সব। অনেকের ধারণা, চোটের কারণেই নেইমারের প্রতিভা পুরোপুরি বিকশিত হতে পারেনি। সেই চোটে এখনো মাঠের বাইরে আছেন নেইমার। এমনকি আগামী বছরের কোপা আমেরিকাতেও পুরোপুরি ফিট হয়ে ফিরতে পারবেন কি না, তা নিয়েও আছে শঙ্কা।
গত ১৭ অক্টোবর ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে চোট পান নেইমার। বাঁ হাঁটুর এন্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্টের চোট ঠিক করাতে ২ নভেম্বর ব্রাজিলের বেলো হরিজন্তেতে অস্ত্রোপচার করান আল হিলাল তারকা। এরপর থেকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন নেইমার।
চোট কাটিয়ে কোপা আমেরিকার জন্য প্রস্তুত হওয়া নেইমারের জন্য বেশ কঠিনই হবে বলে ধারণা করা হচ্ছে। এর আগেও মেটাটারসাল চোট এবং হ্যামস্ট্রিংয়ের সমস্যা ভুগিয়েছে তাকে। তবে এবারের চোট আগের চোটগুলোর চেয়ে অনেক বেশি গুরুতর। যদিও নেইমার–ভক্তদের আশা, সময়ের চেয়ে দ্রুতই সেরে উঠবেন তাদের প্রিয় তারকা।
তবে চোট সেরে ফিরলেও নেইমারকে পুরোনো ছন্দে পাওয়া যাবে কি না, তা নিয়েও প্রশ্ন আছে। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম বলছে, নেইমারের এই চোট মাঠে তার গতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
তবে যে যাই বলুক, নেইমার আবারও নিজের চিরচেনা রূপে মাঠে ফিরবেন, আপাতত এমনটাই আশা ফুটবল ভক্তদের।