২০১৭ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যাওয়ার পরই কিলিয়ান এমবাপ্পেকে সতীর্থ হিসেবে পেয়েছিলেন নেইমার। শুরুর দিকে তাদের বন্ধুত্ব ছিল দেখার মতো। কিন্তু কয়েক বছর যেতে সেই সম্পর্কে ভাটা পড়েছিল। গত বছর নেইমার সৌদি ক্লাব আল হিলালে যোগ দেন, আর এই মৌসুমে এমবাপ্পে গিয়েছেন রিয়াল মাদ্রিদে। যেখানে নেইমারের জাতীয় দলের সতীর্থ ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো ও এদার মিলিতাও আছেন। ফরাসি ফরোয়ার্ডের ব্যাপারে তাদেরকে সতর্ক করেছেন ব্রাজিলের শীর্ষ গোলদাতা।
সাংবাদিক সিরিল হানোনা ইউরোপ ওয়ানকে জানালেন, নেইমার রিয়ালের ব্রাজিলিয়ান খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ করেছেন এবং এমবাপ্পের ব্যাপারে তাদের সাবধান করে দিয়েছেন। একই সঙ্গে এটাও বলেছেন যে, ফরাসি ফরোয়ার্ডের সঙ্গে খেলা নরকযন্ত্রণার মতো।
হানোনা বলেছেন, ‘ব্রাজিলিয়ানরা (রিয়াল মাদ্রিদের) নেইমারের বন্ধু। নেইমার ও এমবাপ্পের মধ্যে সবসময় একটা যুদ্ধ চলতো। নেইমার এমবাপ্পের সম্পর্কে ব্রাজিলিয়ানদের কাছে একটি বার্তা দিয়েছে। তিনি তাদেরকে বলেছেন, এটা ছিল বিপর্যয়। নরকযন্ত্রণার মতো।’
ছয় বছরে পিএসজিতে দুজনে একসঙ্গে খেলেছেন ১৩৬ ম্যাচ, গোল ৫৪টি। দুজনের মধ্যে সম্পর্কের অবনতির কথা প্রকাশ্যে আসে ২০২২ সালের সেপ্টেম্বরে। এমবাপ্পে স্বীকার করেন, নেইমারের সঙ্গে তার সম্পর্ক ভালো নয়। তারপর থেকে দুজনের মধ্যে সম্পর্কের উন্নতি আর হয়নি। এমনকি দুজন অনেক দূরে থাকলেও!