খেলার নির্ধারিত সময়ের শেষ মিনিটে আত্মঘাতী গোলে পয়েন্ট হারানোর শঙ্কায় পড়েছিল আল নাসর। যোগ করা সময়ে পেনাল্টিতে কপাল খোলে তাদের। আল শাবাবের বিপক্ষে ৯৭তম মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে জয় পায় তার দল।
সৌদি প্রো লিগে শুক্রবার আল শাবাবকে ২-১ গোলে হারিয়েছে আল নাসর। স্টপেজ টাইমের ১২তম মিনিটে প্রতিপক্ষ পেনাল্টি মিস করায় জয় হাতছাড়া হয়নি তাদের।
আব্দুলরহমান ঘারিবকে রবার্ট রেনান ফাউল করলে ১২ গজ দূর থেকে ঠাণ্ডা মাথায় গোল করেন রোনালদো। কিম সিউং গিউকে ভুল দিকে পাঠিয়ে মৌসুমের ষষ্ঠ গোল করেন তিনি।
আরও পড়ুন- সাকিবের বদলি হিসেবে যাকে দলে নিলো বিসিবি
৬৯তম মিনিটে আইমেরিক লাপোর্তের গোলে আল নাসর লিড নিয়েছিল। বদলি খেলোয়াড় আলী আলহাসান ৯০ মিনিটে বল বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালে বল জড়িয়ে আল শাবাবকে গোল উপহার দেন।
রোনালদোর পেনাল্টি গোলের পরও নাটকের শেষ হয়নি। মোহামেদ সিমাকান বক্সের মধ্যে নাদের আল শাহারিকে ফেলে দিয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন এবং আল শাবাব পেনাল্টি পায়। কিন্তু আব্দেররাজ্জাক হামদাল্লাহ গোলপোস্টে বল আঘাত করেন। তাতে মৌসুমের পঞ্চম জয় পায় আল নাসর, তাদের অর্জন ১৭ পয়েন্ট।