জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর বিসিবি সভাপতির পদ থেকে সরে দাঁড়ান নাজমুল হাসান পাপন। আর তার জায়গায় দায়িত্ব পান সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ। প্রথম ক্রিকেটার হিসেবে সভাপতির দায়িত্ব নেওয়ায় তাকে নিয়ে বড় স্বপ্ন দেখেছিল ক্রিকেট ভক্তরা। কিন্তু মাত্র আট মাসেই অনেকটা কোণঠাসা হয়ে পড়েছেন ফারুক।
বিপিএল বিতর্কের পর এবার একক সিদ্ধান্তে বিভিন্ন ব্যাংকে বিসিবির স্থায়ী আমানত (এফডিআর) স্থানান্তরের অভিযোগ উঠেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির উপর। যা নিয়ে সমালোচনার ঝড় বয়ছে। তবে ফারুক আহমেদ জানিয়েছেন তিনি প্রতিনিয়ত শিখছেন।
রোববার (২৭ এপ্রিল) বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন (বিহা) আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন ফারুক আহমেদ। সেখানে এই কথা জানান তিনি।
তিনি বলেন, আমি প্রতিনিয়তই শিখছি এবং চেষ্টা করছি। বোর্ড সভাপতি হিসেবে আমার কিছু ভুল হতে পারে। তবে আমরা যদি একসঙ্গে কাজ করি তবে নিশ্চয়ই দারুণ কিছু উপহার দিতে পারব।
আওয়ামী লীগ সরকারের পতনের পর নাজমুল হাসান পাপনসহ হাতে গোনা কয়েকজন পরিচালক পদত্যাপ করেছেন। বাকিরা সবাই তাদের দায়িত্ব বহাল রয়েছে। গুঞ্জন রয়েছে তারা সকলে ফারুক আহমেদকে সম্পূর্ণ সহযোগিতা করছেন না। যার ফলে পর এক বিতর্কে প্রায় কোণঠাসা হয়ে পড়েছেন ফারুক আহমেদ।
এ ছাড়া সম্প্রতি প্রিমিয়ার লিগে তাওহীদ হৃদয়ের নিষেধাজ্ঞা ইস্যু ও তামিম ইকবালের চাপ প্রয়োগের মতো ঘটনায়ও সমালোচনার মুখে পড়েছেন বিসিবি সভাপতি।