প্রথম সেশনে ওয়েস্ট ইন্ডিজের ৯ উইকেট পড়ে যাওয়ার পর প্রতিপক্ষের বিপক্ষে টেস্টের বড় জয়ের আভাসটা পেতে শুরু করেছিলো বাংলাদেশ। হেটমায়ার ব্যাট হাতে প্রতিরোধ দিয়েছিলেন ঠিক, তাতেও বাংলাদেশকে রোখা যায়নি। ‘স্পিন তত্ত্বে’ মিরপুরে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ জয় পেয়েছে এক ইনিংস ও ১৮৪ রানে। এই জয়ে নিজেদের টেস্ট ইতিহাসে বড় জয়ের নজির গড়লো স্বাগতিকরা।
মিরপুর টেস্টে দিন পাল্টালেও পতনের মিছিল ঠেকাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। কাল ৫ উইকেটে ৭৫ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছিল সফরকারি দল। আজ তৃতীয় দিনে তাঁদের মাত্র ১২.৪ ওভার মানে ৭৬ বল খেলতে দিয়েছেন বাংলাদেশের স্পিনাররা। আর এর মধ্যেই প্রথম ইনিংসে মাত্র ১১১ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট ইতিহাসে বাংলাদেশ এই প্রথমবারের মতো কোনো দলকে ফলোঅনে পাঠাল। বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের এটাই সর্বনিন্ম দলীয় স্কোর।
আগের দিন শেষ সেশনে ৩ উইকেট নিয়েছিলেন মিরাজ। আজ আরও ৪ উইকেট নিয়ে টেস্টে নিজের ক্যারিয়ার সেরা বোলিং ফিগার তুলে নেন এই স্পিনার।
মাত্র ৩৬.৪ ওভার টিকল ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস, এর মধ্যে আগের দিন তাঁরা খেলেছে ২৪ ওভার। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে ৫৮ রানে ৭ উইকেট নিলেন মিরাজ। বাকি ৩ উইকেট সাকিবের। দ্বিতীয় ইনিংসে মিরাজ নেয় ৫ উইকেট।
দ্বিতীয় ইনিংসে ২১৩ রানে অলআউট হয় ক্যারিবীয়রা। ১৮৪ রানে হারাল বাংলাদেশ।
নিউজ ডেস্ক / বিজয় টিভি