হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে বিদেশে পাচারকালে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের সৌদি রিয়ালসহ আটটি দেশের মুদ্রা জব্দ করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ (এপিবিএন)। এ ঘটনায় জাহাঙ্গীর কাজী নামে একজনকে আটক করা হয়েছে।
সোমবার (২৬ জুলাই) সকালে বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত এসপি জিয়াউল হক পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বিমানবন্দরে অভিযান চালিয়ে বিদেশে পাচারকালে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের সৌদি রিয়ালসহ আটটি দেশের মুদ্রাসহ একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মিশরের রাজধানী কায়রোর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করছিলেন।
মোহাম্মদ জিয়াউল হক জানান, ওই যাত্রীর কাছে ৮টি দেশের মুদ্রা পাওয়া গেছে। তবে সবচেয়ে বেশি ছিল সৌদি রিয়াল। বাংলাদেশি টাকায় এসব মুদ্রার মান প্রায় ২ কোটি ৫২ লাখ টাকা।
এ বিষয়ে দুপুরে বিমানবন্দরের এপিবিএন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।