জনপ্রিয় সংগীতশিল্পী সুবীর নন্দীকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। গতরাতে তিনি হৃদরোগ আক্রান্ত হওয়ায় তাঁকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।
৭২ ঘণ্টা পর তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত বলা যাবে। সিএমএইচে ব্রিগেডিয়ার জেনারেল ডা. তৌফিক এলাহির তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। সকালে সুবীর নন্দীকে দেখতে যান জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামন্তলাল সেন।
তিনি জানান দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রোগে ভুগছেন সুবীর নন্দী। গতকাল মৌলভীবাজার থেকে ঢাকা ফিরতে ট্রেনে অসুস্থ হয়ে পড়েন তিনি।
নিউজ ডেস্ক / বিজয় টিভি