দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে।
রোববার সকাল থেকে ভারত-বাংলাদেশ দু’দেশের মধ্যে বাণিজ্য কার্যক্রম শুরু হয়। ৫ দিন বন্ধের পর বন্দরের ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকদের মাঝে কর্মচাঞ্চল্য বিরাজ করছে।
আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, দুর্গাপূজা উপলক্ষে গত ১২ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত বন্দর দিয়ে দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য সম্পূর্ণ বন্ধ ছিল। তবে, কার্যক্রম বন্ধ থাকলেও আন্তর্জাতিক ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারীদের যাতায়াত স্বাভাবিক ছিল।