জন প্রতিনিধিদের জনকল্যাণে কাজ করে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে নবগঠিত ময়মনসিংহ সিটি করপোরেশনের নব নির্বাচিত মেয়র কাউন্সিলরদের শপথগ্রহণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করতে হবে। মনে রাখতে হবে যারা ভোট দিয়েছে শুধু তাদেরই নয় বরং পুরো এলাকার জনগনের প্রতিনিধিত্ব করেন জনপ্রতিনিধি। এসময় সরকারি অর্থের সঠিক ব্যবহারের নির্দেশনা দিয়ে শেখ হাসিনা বলেন, সরকারি বরাদ্দ দেয়া অর্থ জনগণের। সেটা যেন জনগণের কাছে পৌঁছায় সেদিকেও খেয়াল রাখতে হবে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি