নিউজ ডেস্ক / বিজয় টিভি
ঈদযাত্রা নিয়ে শঙ্কা কেটে গেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার দুপুরে ‘ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতকল্পে করণীয়’ শীর্ষক এক প্রস্তুতি সভায় মন্ত্রী এ কথা বলেন। রাজধানীর তেজগাঁও সড়ক ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় মন্ত্রী বলেন, ঈদ উপহার হিসেবে দেশবাসীকে দুই গুরুত্বপূর্ণ মহাসড়কে সেতু, ফ্লাইওভার ও আন্ডারপাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলে এবার ঈদযাত্রা স্বস্তির হবে। বাসমালিকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় নামিয়ে যানজট সৃষ্টি করবেন না। এছাড়া, খালেদা জিয়ার বিষয়ে বিএনপি নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে অহেতুক রাজনীতি করবেন না।
নিউজ ডেস্ক / বিজয় টিভি