1. junayed@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
বৃত্তির আওতায় আসছে ইবতেদায়ি শিক্ষার্থীরা - বিজয় টিভি
ঢাকা রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৪:৪৭ পূর্বাহ্ন

বৃত্তির আওতায় আসছে ইবতেদায়ি শিক্ষার্থীরা

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ৪১ বার পড়া হয়েছে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো মাদ্রাসার ইবতেদায়ি স্তরের শিক্ষার্থীদেরও বৃত্তির আওতায় আনা হচ্ছে। ইবতেদায়ি শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও উপবৃত্তি দিতে মাদ্রাসা শিক্ষা অধিদফতরের প্রস্তাব সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দিয়েছেন। ফলে শিগগিরই ইবতেদায়ি শিক্ষার্থীরাও মেধা বৃত্তি ও উপবৃত্তির আওতায় আসবে।

এবিষয়ে জানতে চাইলে মাদ্রাসা শিক্ষা অধিদফতরের উপরিচালক (প্রশাসন) মো. জাকির হোসাইন বলেন, ‘ইবতেদায়ি বাদে সব মাদ্রাসার শিক্ষার্থীরা মেধাবৃত্তি ও উপবৃক্তি পাচ্ছে। ২০২২-২০২৩ অর্থবছরে আমরা ১২ হাজার ৬৯ জন মাদ্রাসা শিক্ষার্থীকে মেধাবৃত্তি দিয়েছি। আর ইবতেদায়ি স্তরের শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার প্রস্তাব ঊর্ধ্বতন পর্যায়ে পাঠানো হয়েছে। ঊর্ধ্বতন পর্যায় থেকে নির্দেশনা আসলে মেধাবৃত্তি ও উপবৃত্তির আওতায় আসবে তারা।’

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেখভালের দায়িত্ব পালন করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত প্রাথমিক শিক্ষা অধিদফতর। কিন্তু প্রাথমিক স্তরে শিক্ষাদানকারী ইবতদোয়ি মাদ্রাসা পরিচালিত হয় শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনে। মাদ্রাসা দেখভালের দায়িত্ব মাদ্রাসা শিক্ষা অধিদফতরের। মাদ্রাসা শিক্ষা অধিদফতর আগে থেকে দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসা নিয়ন্ত্রণ করে আসছে। ফলে উপবৃত্তির বাইরে থেকে যায় ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষার্থীরা। এই পরিস্থিতিতে দেশের সব শিক্ষার্থীকে বৃত্তির সুযোগের আওতায় আনতে পদক্ষেপ নিয়েছে সরকার।

২০২১ সালের ৭ জানুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে স্বীকৃত এবতেদায়ি মাদ্রাসার তথ্য চাওয়া হয় মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিষ্ঠানপ্রধানদের কাছে। পরে মাদ্রাসা শিক্ষা অধিদফতর ইবতেদায়ি শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার জন্য প্রস্তাব পাঠায় মন্ত্রণালয়ে। এরপর শিক্ষা মন্ত্রণালয় থেকে বৃত্তির জন্য সার সংক্ষেপ পাঠানো হয় মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ে। ওই সার সংক্ষেপ অনুমোদন দেওয়া হয়েছে বলে মাদ্রাসা অধিদফতরের সংশ্লিষ্ট সূত্র জানায়।

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের সভাপতি কাজী মোখলেছুর রহমান বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা মেধাবৃত্তি বা উপবৃত্তি পায় না। আমরা জেনেছি শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হবে। প্রধানমন্ত্রী বিষয়টি অনুমোদন দিয়েছেন।’

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১৯৯৪ সালের একই পরিপত্র অনুযায়ী, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধিত হয় স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা। এসব প্রতিষ্ঠানে শুরু থেকেই প্রত্যেক শিক্ষককে ৫০০ টাকা করে ভাতা দেওয়া হচ্ছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে প্রাথমিক বিদ্যালয়কে সরকারি করা হয়। কিন্তু ইবতেদায়ি মাদ্রাসা বেসরকারিই থেকে যায়। যদিও দাখিল মাদ্রাসার সঙ্গে সংযুক্ত ইবতেদায়ি মাদ্রাসাগুলোর শিক্ষকরা এমপিওভুক্ত হিসেবে বেতন-ভাতার সরকারি অংশ শতভাগ পাচ্ছেন। কিন্তু স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার প্রধান শিক্ষক পাচ্ছেন আড়াই হাজার টাকা করে। আর সহকারী শিক্ষকরা পাচ্ছেন মাত্র ২ হাজার ৩০০ টাকা করে।

বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির সাবেক সভাপতি কাজী রুহুল আমিন চৌধুরী বলেন, ‘২০১৬ সালে অনুদান বাড়িয়ে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার প্রধান শিক্ষকদের ২ হাজার ৫০০ টাকা এবং সহকারী শিক্ষকদের ২ হাজার ৩০০ টাকা করে অনুদান দেওয়া হয়। আর সংযুক্ত ইবতেদায়ি শিক্ষকরা এমপিওভুক্ত হিসেবে বেতন-ভাতার সরকারি অংশ পান শতভাগ।’

মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশে স্বতন্ত্র ইবতেদায়ি (প্রথম থেকে পঞ্চম শ্রেণি) মাদ্রাসা রয়েছে ৬ হাজার ৯৯৮টি। তবে ব্যানবেইসের ২০১৬ সালের হিসাব অনুযায়ী, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা ৩ হাজার ৪৩৩টি। এর মধ্যে অনুদান পাওয়া মাদ্রাসার সংখ্যা ১ হাজার ৫১৯টি। তবে বর্তমানে স্বতন্ত্র ইবতেদায়ি এমপিওভুক্ত মাদ্রাসা চলমান রয়েছে ১ হাজার ৭৯টি।

অপরদিকে ইবতেদায়ি ছাড়া মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও উচ্চশিক্ষা স্তরের দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসার মধ্যে মোট এমপিওভুক্ত প্রতিষ্ঠান ৮ হাজার ২২৯টি। এসব মাদ্রাসায় সংযুক্ত ইততেদায়ি মাদ্রাসাও এমপিওভুক্ত। এছাড়া নন-এমপিও মাদ্রাসাও রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

এলপিজির নতুন দাম ঘোষণা

বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫
অভিনেত্রী অঞ্জনা রহমান আর নেই

অভিনেত্রী অঞ্জনা রহমান আর নেই

শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫

দেশে মোট ভোটার ১২ কোটি ৩৬ লাখ

বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৪ বিজয় টিভি || All Rights Reserved.