বিএনপির মহাসমাবেশ চলাকালীন ডিউটিরত অবস্থায় আহত আনসার সদস্য হোসাইনকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন আনসার ও ব্যাটালিয়নের মহাপরিচালক মেজর জেনারেল আমিনুল ইসলাম।
রোববার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ৩টার দিকে হাসপাতালের ১০৩ নম্বর ওয়ার্ডের আসেন তিনি। এরপর আহত আনসার সদস্য হোসাইনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার পরিবারের সঙ্গে কথা বলেন।
আহত আনসার সদস্যের সমস্ত চিকিৎসার ব্যয় ভার বহন করবেন বলে জানান তিনি।
এসময় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হকসহ আনসার ও ব্যাটালিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
২৮ অক্টোবর বিএনপির হামলায় আনসার সদস্য হোসাইন আহত হন। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি ঢামেক হাসপাতালের ১০৩ নম্বর ওয়ার্ডের চিকিৎসাধীন আছেন। তিনি বর্তমানে ডিএমপির তুরাগ থানায় কর্মরত ছিলেন।