নিউজ ডেস্ক / বিজয় টিভি
পাবনার পরমাণু বিদ্যুৎকেন্দ্রে দুর্নীতির সঙ্গে জড়িত কর্মকর্তা ছাত্রদল করতেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতীয় সংসদে চলতি অর্থবছরের সম্পূরক বাজেটের ছাঁটাই প্রস্তাবের জবাব দিতে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিমের পক্ষে বক্তব্যের সময় তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘একজন বালিশতত্ত্ব নিয়ে এসেছেন। পরমাণু বিদ্যুৎকেন্দ্রের ওই ঘটনায় যিনি দায়িত্বে ছিলেন, তার কিছু পরিচয় পাওয়া গেছে। একসময় তিনি বুয়েটে ছাত্রদলের নির্বাচিত ভিপিও ছিলেন। তাকে সেখান থেকে সরানোও হয়েছে। দুর্নীতির তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।
নিউজ ডেস্ক / বিজয় টিভি