হাড় কাঁপানো শীতে কাঁপছেে পঞ্চগড় জেলার মানুষ। একদিন পর ফের এ জেলায় তাপমাত্রা নামল ৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।
রোববার ভোর ৬টায় ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে বলে জানিয়েছেন জেলার আবহাওয়া পর্যাবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ।
এটাই চলতি মৌসুমের সর্বনিম্ন তাপামাত্রা বলে জানা গেছে। এর আগে গত শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে জেলার তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
প্রবল শীতে বিপাকে পড়েছেন পঞ্চগড়ের খেটে খাওয়া মানুষ। কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পুরো জেলা। কনকনে শীতে দৈনন্দিন আয় কমে গেছে রিকশা-ভ্যানচালকসহ শ্রমজীবী মানুষের।
দেশে সর্বনিম্ন তাপমাত্রা দ্বিতীয় দিনের মতো রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়। শনিবার ৭ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রা ছিল পঞ্চগড়ের এই উপজেলায়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা সীতাকুণ্ডে ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
এর আগে শুক্রবার তেঁতুলিয়ায় তাপমাত্রার পারদ নেমেছিল ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে, যা চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল।