দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় গাঁজা কেনার খরচ কমাতে নিজ বাড়িতে গাঁজা চাষের অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার দুপুরে গ্রেফতারকৃতদের দিনাজপুরের আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে, শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১১টায় উপজেলার সিংড়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে অভিযান চালিয়ে ওই গাঁজা গাছের মালিকসহ চারজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ঘোড়াঘাট উপজেলার গোবিন্দপুর গ্রামের গাঁজা চাষি বীরবল, একই এলাকার সত্যজিৎ, সাতপাড়া গ্রামের শাহ আলম এবং গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা সুলতানপুর গ্রামের উপেন দাস।
জানা গেছে, প্রতিদিন গাঁজা সেবন করতেন বীরবল। গাঁজা কিনতে গেলে বিভিন্ন ঝামেলা ও টাকা বেশি খরচ হয়। তাই তিনি গোপনে বাড়ির আঙিনাতেই চাটাই মুড়িয়ে রোপণ করেছিলেন গাঁজার গাছ। গাঁজা সেবনের পাশাপাশি তার চাষকৃত গাছ থেকে গাঁজা বিক্রিও করছিলেন তিনি।
ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান জানান, বসতবাড়িতে গাঁজা চাষা এবং গাঁজা সেবনের দায়ে চারজনকে গ্রেফতার করা হয়। রোববার গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।