রূপপুর প্রকল্প ১ লাখ ১৪ হাজার কোটি টাকার প্রকল্প। সেই প্রকল্পে ১ পয়সা দুর্নীতির কোনো অভিযোগ নেই বলে দাবি করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) আগারগাঁওস্থ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ‘সড়ক উন্নয়নের অভিযাত্রা স্মার্ট বাংলাদেশ: বিজ্ঞান ও প্রযুক্তির ভূমিকা’ শীর্ষক এক সেমিনারে তিনি একথা বলেন।
রূপপুর প্রকল্প ১ লাখ ১৪ হাজার কোটি টাকার প্রকল্প। চারটা পদ্মাসেতুর সমান এই বাজেট। কিন্তু এক পয়সাও দুর্নীতির কোনো অভিযোগ নেই। চারবার মন্ত্রিত্ব পাওয়া যায়, শুধুমাত্র এই সততার জন্য। সবাইকে মানুষ হিসেবে সৎ হতে হবে এবং সৎভাবে জীবন যাপন করতে হবে।
আমাদের অনেক বদনাম আছে, তারপরও মেধার দিক দিয়ে আমরা কিন্তু অনেক এগিয়ে আছি। সেই মেধাটাকে কাজে লাগাতে হবে। গবেষণা করে এখন আমাদের নতুন কিছু বানানোর দরকার নাই, ইতোমধ্যে অনেক রিসোর্স আছে সেগুলো ব্যবহার করতে হবে।
দেশে ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা সম্পর্কে মন্ত্রী বলেন, গত কয়েক দিনের সড়ক দুর্ঘটনায় নিজেদেরকেই দায়ী করতে হবে। ফিটনেসবিহীন গাড়ি সড়কে চলার কারণে এমন দুর্ঘটনা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।