অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের বন্যা পরিস্থিতিতে ১০ জনের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা।
বুধবার (৯ অক্টোবর) দেশের বন্যা পরিস্থিতি বিষয়ে করা ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, তিন জেলার বন্যায় মোট ১০ জন মারা গেছেন। এরমধ্যে ৮ জন শেরপুর জেলায়, ২ জন ময়মনসিংহ জেলায় প্রাণ হারিয়েছেন।
দুর্যোগ ব্যবস্থাপনা সচিবের দেয়া তথ্যানুযায়ী, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার ১৩টি উপজেলা বন্যা কবলিত। তিন জেলায় মোট ৬৩ হাজার ১৭১টি পরিবার পানিবন্দি। ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ২ লাখ ৩৮ হাজার ৩৯১ জন।
বন্যার্তদের সহায়তা দানের বিষয়ে তিনি আরও জানান, আক্রান্ত তিন জেলায় মোট ৭২ লাখ টাকা নগদ দেয়া হয়েছে। চাল দেয়া হয়েছে ৪ হাজার ৪০০ মেট্রিক টন।