২৯ লক্ষ টাকার জাল নোট ও জাল নোট তৈরির বিভিন্ন সরঞ্জামসহ চক্রের অন্যতম হোতা সুমনসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর কামরাঙ্গীরচর ও নারায়ণগঞ্জ জেলায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। শনিবার (১৫ মার্চ) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে লালবাগ উপ পুলিশ কমিশনার মো. জসিম উদ্দিন এ তথ্য জানান।
তিনি বলেন, ঈদকে ঘিরে সক্রিয় হয়ে উঠেছে জাল টাকা তৈরি সিন্ডিকেটের অপরাধী চক্র। গ্রেফতারকৃতরা অবৈধভাবে লাভবান হওয়ার উদ্দেশে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরণের জাল নোট তৈরি করে রাজধানীসহ বাংলাদেশের বিভিন্ন জেলায় বিক্রয় করতো।
তিনি আরও জানান, আসন্ন ঈদকে সামনে রেখে ৪০ লক্ষ টাকার জাল নোট বাজারে ছেড়েছে অপরাধীরা। বিপুল পরিমাণ জাল নোট তৈরি করে সেগুলো সরবরাহ করার জন্য তাদের হেফাজতেও রেখেছে তারা। জাল নোট তৈরি ও বিক্রয় করার অপরাধে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।