শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে আরও ২১ রোহিঙ্গাকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বৃহস্পতিবার (২৪ জুলাই) গভীর রাতে নাকুগাঁও এলাকা দিয়ে তাদেরকে বাংলাদেশ ভূ-খণ্ডে ঠেলে দেয়া হয়।
বিজিবি জানায়, এসময় পুশ ইন করা ২১ রোহিঙ্গাকে আটক করে বিজিবির টহল দল। আটককৃতদের মধ্যে ৫ জন পুরুষ, ৫ জন নারী এবং বাকীরা শিশু ও কিশোর।
৩৯ বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোহিঙ্গারা জানায় ২০১৭ সালে কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্প থেকে ভারতে যায় তারা। জম্মু কাশ্মীরে হোটেল ও বাসা-বাড়িতে কাজ করতো তারা। মাস খানেক আগে তাদের আটক করে দেশটির পুলিশ। আটককৃত রোহিঙ্গাদের দেয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে বলেও জানিয়েছে বিজিবি।