1. junayed@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
ডাকসু নির্বাচন: ঢাবির প্রবেশপথে কঠোর নিরাপত্তা - বিজয় টিভি
ঢাকা বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩২ পূর্বাহ্ন

ডাকসু নির্বাচন: ঢাবির প্রবেশপথে কঠোর নিরাপত্তা

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ঘিরে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে তৈরি করা হয়েছে কঠোর নিরাপত্তা বলয়। পরিচয় নিশ্চিত না হলে ও বিশ্ববিদ্যালয়ের কার্ড ছাড়া কাউকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর শাহবাগ মোড় ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে দেওয়া হয়েছে ব্যারিকেড। ব্যারিকেডের ভেতরে পুলিশের সদস্যরা অবস্থান করছেন, আর অন্য পাশে শিক্ষার্থীদের পরিচয়পত্র যাচাই করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বিশ্ববিদ্যালয়ের বিপরীত পাশেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। থানার সামনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‍্যাব সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

এদিকে মঙ্গলবার সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। এবার মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পুরুষ ২০ হাজার ৯১৫ জন এবং নারী ১৮ হাজার ৯৫৯ জন।

ভোটকে ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তিনস্তরের নিরাপত্তা বলয় গড়ে তুলেছে। প্রতিটি কেন্দ্রে এলইডি স্ক্রিনে সরাসরি ফলাফল প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে ভোটগণনা নিয়ে কোনো ধরনের প্রশ্ন না ওঠে।

নিশ্ছিদ্র নিরাপত্তায় ডগ স্কোয়াড–বম্ব ডিসপোজাল ইউনিট সোমবার রাত থেকেই বিপুলসংখ্যক পুলিশ ক্যাম্পাসের প্রবেশপথে অবস্থান নেয়। পুলিশের পাশাপাশি বিএনসিসি ও বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছে।

ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করতে টিএসসি এলাকায় অস্থায়ী ক্যাম্প বসানো হয়েছে। পাশাপাশি ক্যাম্পাসে ডগ স্কোয়াড ও বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট মোতায়েন করা হয়েছে।

এর আগে, সোমবার সন্ধ্যায় টিএসসিতে এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী জানান, ডাকসু ও হল সংসদ নির্বাচনের নিরাপত্তায় ২ হাজার ৯৬ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। তাদের সঙ্গে থাকছে ডগ স্কোয়াড, সোয়াট টিম, বিশেষায়িত টিম ও সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ।

তিনি বলেন, ডাকসুর নিরাপত্তা নিশ্চিত করতে গত এক সপ্তাহ ধরে নানাবিধ পুলিশি কার্যক্রম পরিচালনা করা হয়েছে। আশা করছি বড় কোনো ঘটনা ঘটবে না। প্রয়োজনে নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ানো হবে।

ডিএমপি কমিশনার আরও জানান, সোমবার রাত ৮টা থেকে ১১ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত লাইসেন্সধারী ব্যক্তিরাও অস্ত্র বহন করতে পারবেন না। এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
বরগুনায় ডেঙ্গুতে নতুন আক্রান্ত ৫২

বরগুনায় ডেঙ্গুতে নতুন আক্রান্ত ৫২

বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
‘আইটেম সং’-এ পারফর্ম করতে চান শার্লিন

‘আইটেম সং’-এ পারফর্ম করতে চান শার্লিন

বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
বিচারকের কাছে ‘বিষ’ চাইলেন অভিনেতা

বিচারকের কাছে ‘বিষ’ চাইলেন অভিনেতা

বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

ম্যাক্রোঁর বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব

রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, কমবে তাপমাত্রা

মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করে তালিকা প্রকাশ

সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করে তালিকা প্রকাশ

বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৫ বিজয় টিভি || All Rights Reserved.