ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯-২০ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদের ‘ক’ ইউনিটের ১ম বর্ষ স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে মোট ৮৬ টি কেন্দ্রে সকাল ১০ টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ বছর ‘ক’ ইউনিটে ১৭৯৫ টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৮৮ হাজার ৯৫৫ জন। প্রতি আসনের জন্য লড়ছেন ৪৯ জন। প্রতিবারের মতো জালিয়াতি ঠেকাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন পরীক্ষার হলে মোবাইল ফোনসহ সকল ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ করেছে। পাশাপাশি দূর্নীতিরোধে পরীক্ষা চলাকালীন সময় হলগুলোতে ছিলেন ভ্রাম্যমাণ আদালত।
নিউজ ডেস্ক/বিজয় টিভি