জাতীয় সংসদে ১০ শতাংশ প্রতিবন্ধী আসন বরাদ্দসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে ন্যাশনাল অ্যালায়েন্স অব ডিজেবল পিপলস অর্গানাইজেশন- ন্যাডপো।
সোমবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটি এ মানবন্ধনের আয়োজন করে। মানববন্ধনে ন্যাডপো সভাপতি আব্দুস সাত্তার দুলাল বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুয়ায়ী, দেশে ২ কোটি ৭০ লাখ প্রতিবন্ধী নাগরিক রয়েছে। অথচ এ বিরাট সংখ্যক মানুষের জন্য কোনো ধরনের সুযোগ-সুবিধার ব্যবস্থা নেই। এসময় সরকারের কাছে পাঁচ দফা দাবি পেশ করা হয়। এ সময় ন্যাডপোর মহাসচিব মো. শহিদুল ইসলামসহ সংস্থাটির অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি