পহেলা ১ নভেম্বর থেকে কার্যকর হওয়া নতুন সড়ক পরিবহন আইন নিয়ে একধরনের ভয় কাজ করছে পরিবহন মালিক ও চালকের মধ্যে । আর এই ভয়ের চিত্র দেখা যায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে।
নতুন সড়ক পরিবহন আইনের জেরে যানবাহনের মালিক-চালকদের লম্বা লাইন পড়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে। আগের চেয়ে কড়া শাস্তি ও বেশি জরিমানা থেকে রেহাই পেতে গাড়ির ডিজিটাল নম্বর প্লেট, ফিটনেস সনদ ও লাইসেন্স সংগ্রহ করতে ভিড় করছেন তারা। বাড়তি এই চাপ সামলাতেও রীতিমতো হিমশিম খাচ্ছেন বিআরটিএর কর্মকর্তারা।
বিআরটিএ সংশ্লিষ্টরা বলছেন, নতুন আইনে শাস্তি বেশি হওয়ায় পরিবহন মালিক ও চালকের মধ্যে একধরনের ভয় কাজ করছে। এ কারণে সব ধরনের গাড়ির ডিজিটাল নম্বর প্লেট, ফিটনেস সনদ, লাইসেন্স সংগ্রহ ও আবেদন করতে বিআরটিএ-তে বেড়েছে মানুষের ভিড় ।
নিউজ ডেস্ক/ বিজয় টিভি