এসপিসিপিডি প্রকল্পের আওতায় বাল্যবিবাহ প্রতিরোধ, প্রসবকালিন মাতৃ ও শিশু মৃত্যু হার হ্রাসসহ বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
এ প্রকল্পের সকল কার্যক্রম’কে সৃজনশীলভাবে সাজিয়ে এর সুফল তৃণমূলের জনগণ যাতে পেতে পারে সেজন্য তিনি এসপিসিপিডি প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করারও আহ্বান জানান।
আজ (রবিবার) জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে এসপিসিপিডি প্রকল্পের আওতায় ‘আনফিনিশড এজেন্ডা অব দ্যা আইসিপিডি : এক্সেলারেটিং দ্যা প্রোমিজ’ শীর্ষক এক ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় স্পিকার এ আহ্বান জানান।
জাতীয় সংসদ সচিবালয় ও ইউএনএফপিএ যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।এতে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।
এ কর্মশালায় “হার্নেসিং দ্যা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড-এ মেটার অব আর্জেন্ট এ্যাকশন’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের চেয়ারম্যান প্রফসর ড. মোহাম্মদ মইনুল ইসলাম।
এছাড়াও ‘দ্যা আনফিনিশড এজেন্ডা অব দ্যা আইসিপিডি প্রোগ্রাম অব এ্যাকশন ইন বাংলাদেশ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ডা. হাবিবে মিল্লাত এমপি এবং ‘প্রিভন্ট চাইল্ড মেরেজ এ্যান্ড জেন্ডার ভায়োলেন্স : পলিসিস, প্রোগ্রামস এ্যান্ড কারেন্ট সিচুয়েশন ইন বাংলাদেশ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন অ্যারোমা দত্ত এমপি।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি