ব্যবসা করতে নয় বরং ব্যবসায়ীদের সুবিধা দিতেই কাজ করে যাচ্ছে সরকার, বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২৫তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি। এ সময় প্রধানমন্ত্রী রপ্তানি আয় আরও বাড়ানোর ওপর জোর দিয়ে বলেন, রপ্তানি পণ্যের বহুমুখীকরণে এখন অর্থনৈতিক কূটনীতি চালানোর সময় এসেছে।
ব্যবসা বাণিজ্য কিভাবে সম্প্রসারণ করা যায়, এবং নতুন নতুন পণ্য যেন রপ্তানি করা যায়, সে বিষয়ে দৃষ্টি দেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। তিনি বলেন, বিশ্ব অর্থনীতিতে যখন প্রবৃদ্ধির হার নিম্নমুখী, তখন বাংলাদেশে প্রতিবছরই এ হার ঊর্ধ্বমুখী। এটা ধরে রাখার জন্য সকলকে আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীন, ইপিবি’র ভাইস চেয়ারম্যান ফাতিমা ইয়াসমিনসহ বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবি’র ঊর্ধ্বতন কর্মকতারা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি