জাতীয় সংসদের স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরী বলেছেন, বিশ্বকে তাক লাগিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণ করছেন। দৃশ্যমান এ সেতু যে বাংলাদেশ নির্মাণ করতে পারে, সে দেশ যেকোন পরিবর্তন করতে পারে।
আজ (শনিবার) দুপুরে মাদারীপুরের শিবচর পৌরসভার চৌধুরী ফাতেমা বেগম অডিটোরিয়ামে ‘বাল্য বিবাহ প্রতিরোধপূর্বক মাতৃমৃত্যু হ্রাসকরণ’ শীর্ষক পরামর্শ কর্মশালায় এসব কথা বলেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই আলম চৌধুরী, জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো, ইউএনএফপিএ প্রতিনিধি ড. আশা টর্কেলসনসহ অন্যরা।
এর আগে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরীর কবর জিয়ারত করেন তারা। পরে মুজিব বর্ষ উপলক্ষ্যে শিবচর পৌর এলাকায় নবনির্মিত লালনমঞ্চ উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিরা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি