সেবা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে দুদক কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন, দুর্নীতি দমন কমিশনের কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম।
আজ (মঙ্গলবার) সকালে টাঙ্গাইলের উপজেলা পরিষদ মিলনায়তনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, পল্লী বিদ্যুৎ, পাসপোর্ট অফিস ও অন্যান্য সরকারি দফতরের বিভিন্ন অভিযোগ নিয়ে দুদকের গণশুনানিতে একথা জানান তিনি।
তিনি বলেন, সেবাদাতাদের স্বচ্ছতা এবং জবাবদিহিতার মধ্য দিয়ে জনগণকে সেবা দিতে হবে এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তুলতে হবে। গণশুনানিতে মোট ২৬টি অভিযোগ নিয়ে আলোচনা করা হয়।
এরমধ্যে তাৎক্ষণিকভাবে নিষ্পত্তি করা হয় ৮টি অভিযোগ। এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, দুদকের ঢাকা কার্যালয়ের বিভাগীয় পরিচালক মো. আক্তার হোসেনসহ অনেকে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি