করোনাভাইরাস জনিত পরিস্থিতির কারণে দীর্ঘ দুই মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব বজায় রেখে সুশৃঙ্খল ব্যবস্থাপনায় দূরপাল্লার লঞ্চ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রাজধানীর সদরঘাটে লঞ্চ চলাচল ও যাত্রী সুরক্ষার সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ এবং জীবাণুনাশক টানেল উদ্বোধন শেষে এ কথা বলেন, নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। নৌ যোগাযোগে নির্দেশনা মানা না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
এসময় আরো উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, চেয়ারম্যান খাজা মিয়া, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর সৈয়দ আরিফুল ইসলামসহ অন্যরা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি