কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা আবদুস শাহিদ ভুঁইয়ার মৃত্যুতে গভীর দু:খ ও শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ।
গতকাল এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, আবদুস শাহিদ ভুঁইয়ার মৃত্যু স্থানীয় রাজনীতি ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির এক অপূরণীয় ক্ষতি।’
স্থানীয় উন্নয়নে শাহিদের অবদানের কথা স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, ‘মিঠামইনের সার্বিক উন্নয়নে তিনি যে অবদান রেখেছেন এলাকার জনগণ তা শ্রদ্ধাভরে স্মরণ করবে।
শহীদ পরিবারের সদস্য এ্যাডভোকেট শাহিদ শুক্রবার বিকেল চারটায় কিশোরগঞ্জের খরমপট্টিতে নিজ বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন। তার বয়স হয়েছিল ৬৬ বছর। রাষ্ট্রপ্রধান মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন ও তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
নিউজ ডেস্ক/বিজয় টিভি