মোহাম্মদ নাসিম ও শেখ মোহাম্মদ আবদুল্লাহ’র মৃত্যু দেশ ও আওয়ামী লীগের জন্য বড় ক্ষতি বলে মন্তব্য করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ (রোববার) দুপুরে, সংসদের বাজেট অধিবেশনে প্রয়াত মোহাম্মদ নাসিম ও শেখ মোহাম্মদ আবদুল্লাহর মৃত্যুতে আনা শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
শেখ মোহাম্মদ আবদুল্লাহকে স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, অনেকটা নীরবে থেকেই দীর্ঘদিন কাজ করছিলেন তিনি। এ সময় দেশের কওমি মাদ্রাসা শিক্ষার উন্নতির জন্য তার নিরলস কাজের কথা তুলে ধরেন সংসদ নেতা।
আর পারিবারিক সম্পর্কের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী জানান, বিভিন্ন দলের সঙ্গে ঐক্য রক্ষায় খুব দক্ষ ছিলেন মোহাম্মদ নাসিম। করোনার বিরুদ্ধে যখন যুদ্ধ চলছে তখন দুই সহযোদ্ধাকে হারানো বেদনার। তারপরও সবাইকে সাহস নিয়ে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এরপর দুই নেতার মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব গৃহীত হয়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি