রাষ্ট্রীয় মর্যাদায় গোপালগঞ্জে পারিবারিক কবরস্থানে শায়িত হলেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।
আজ (রোববার) বিকেলে গোপালগঞ্জ সদরের কেকানিয়া গ্রামে পৌঁছায় ধর্ম প্রতিমন্ত্রীর মরদেহ। এ সময় তাকে গার্ড অব অনার দেয়া হয়। শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় আওয়ামী লীগসহ সর্বস্তরের মানুষ।
পরে স্থানীয় কেকানিয়া মাদ্রাসা মাঠে এ জানাজায় স্বাস্থ্যবিধি মেনে কয়েক হাজার মানুষ অংশ নেন। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে স্বজন, সহকর্মী ও রাজনৈতিক অঙ্গনে। শনিবার দিবাগত রাতে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান ধর্ম প্রতিমন্ত্রী।
নিউজ ডেস্ক/বিজয় টিভি