করোনাকালে কোনো অসুস্থ ব্যক্তি হাসপাতালে বিনা চিকিৎসায় মারা গেলে তা হবে ফৌজদারি অপরাধ, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আজ এ সংক্রান্ত কয়েকটি রিটের শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিমের বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে প্রতিদিন কোভিড এবং নন কোভিড হাসপাতালে কতসংখ্যক রোগীকে চিকিৎসা দেয়া হচ্ছে সে বিষয়টি স্বাস্থ্য বুলেটিনে জানাতে বলা হচ্ছে।
এছাড়া অক্সিজেনের খুচরা বিক্রি বন্ধসহ আরো ১০ দফা নির্দেশনা দিয়েছেন দেশের উচ্চ আদালত। আদেশে আরও বলা হয়, ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে বাদে অন্যসব সরকারি হাসপাতালের চিকিৎসাসেবা ১৫ দিন পর পর মনিটরিং করতে হবে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি