সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরানের দাফন সম্পন্ন হয়েছে।
আজ (সোমবার) দুপুরে, নগরের মানিকপীর কবরস্থানে মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত করা হয় তাকে। এর আগে মানিকপীর কবরস্থান প্রাঙ্গণে তার দ্বিতীয় দফা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজায় সিলেট সর্বস্তরের হাজারো মানুষ অংশগ্রহণ করেন। জানাজা শেষে কামরানের মরদেহে বিভিন্ন সংগঠনের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রোববার দিবাগত রাত তিনটায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি