দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সর্বোচ্চ ৫৩ জনের মৃত্যু হয়েছে। আর, নতুন করে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৮৬২ জন।
আজ (মঙ্গলবার) দুপুরে, করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান ।
তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় দেশে মোট ৬১ টি ল্যাবে ১৭ হাজার ২১৪টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় নতুন ৩ হাজার ৮৬২ জনসহ মোট আক্রান্ত হয়েছেন ৯৪ হাজার ৪৮১ জন।
এছাড়া মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৬২ জনে। এদিকে, নতুন ২ হাজার ২৩৭ জনসহ এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৬ হাজার ২৬৪ জন বলে বুলটিনে তিনি জানান।
নিউজ ডেস্ক/বিজয় টিভি