করোনাকালে হাসপাতালে বিনা চিকিৎসা ও চিকিৎসকদের অবহেলাজনিত কারণে কোনো রোগী মারা গেলে তা হবে ফৌজদারি অপরাধ, সংক্রান্ত হাইকোর্টের ১১টি আদেশের মধ্যে ৯টি আদেশ স্থগিত করেছে চেম্বার আদালত।
এর আগে, আজ হাইকোর্টের এই আদেশ স্থগিত চেয়ে আবেদন করে চেম্বার আদালতে আপিল করে রাষ্ট্রপক্ষ। তার আগে, গতকাল সোমবার করোনাকালে কোনো অসুস্থ ব্যক্তি হাসপাতালে চিকিৎসা না পেয়ে মারা গেলে তা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে, এজন্য সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে নির্দেশ দিয়েছিলো হাইকোর্ট।
একই সঙ্গে প্রতিদিন কোভিড এবং নন-কোভিড হাসপাতালে কত সংখ্যক রোগীকে চিকিৎসা দেয়া হচ্ছে সে বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানোরও নির্দেশ দেয়া হয়েছিলো।
নিউজ ডেস্ক/বিজয় টিভি