করোনা সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় আবারও ঢাকা-লন্ডন ফ্লাইট শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
তিন মাস বন্ধের পর আজ ১৮৭ জন যাত্রী নিয়ে দুপুর ১২টায় বিমানের প্রথম আন্তর্জাতিক ফ্লাইটটি যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে। বিমানের ড্রিমলাইনার উড়োজাহাজ দিয়ে লন্ডন রুটে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে বলে জানা গেছে।
এর আগে, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত ২১ থেকে ৩১ মার্চ পর্যন্ত যুক্তরাজ্য, চীন, হংকং, থাইল্যান্ড ছাড়া সব দেশের সঙ্গে এবং অভ্যন্তরণীণ রুটে যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধের ঘোষণা দিয়েছিল বেবিচক।
নিউজ ডেস্ক/বিজয় টিভি