করোনা পরিস্থিতিতে একই সঙ্গে দেশের মানুষের জীবন ও জীবিকা রক্ষার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ (সোমবার) দুপুরে অনলাইনে করোনা বিষয়ে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটি আয়োজিত স্বেচ্ছাসেবী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘জীবন রক্ষা এবং জীবিকা রক্ষা, দুটোর মধ্যে সমন্বয় করে প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমাদের দায়িত্ব তার পাশে থাকা।’
দেশের করোনা পরিস্থিতিতে আওয়ামী লীগ নেতাকর্মীরা মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, ত্রাণ বিতরণ করতে গিয়ে, মানুষকে সহযোগিতা করতে গিয়ে আওয়ামী লীগের অনেক নেতা করোনায় আক্রান্ত, অনেকে মারা গেছেন। আওয়ামী লীগ দেশের যেকোন দুর্যোগে সর্বদা মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি