শ্রমিকদের আর কোনো দুশ্চিন্তা করতে হবে না, প্রধানমন্ত্রী পাটকল শ্রমিকদের দায়িত্ব নিয়েছেন বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।
আজ (শুক্রবার) সকালে, রাজধানীর সিদ্ধেশ্বরীতে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। তিনি বলেন, বন্ধ হয়ে যাওয়া পাটকল শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডশেকের পাওনা টাকার মধ্যে অর্ধেক টাকা নগদ পরিশোধ করা হবে। আর বাকী অর্ধেক টাকা সঞ্চয়পত্রের মাধ্যমে পরিশোধ করা হবে।
শ্রমিকদের পাওনা টাকা বাজেট ছাড় হবার সাথে সাথে সেপ্টেম্বরে দিয়ে দেয়া হবে বলেও জানান পাটমন্ত্রী। এ সময় তিনি আরো বলেন, লোকসানের কারণে এক বছর আগেই পাটকল বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত হয়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি