রাজধানীতে আবারো শুরু হলো মাসব্যাপী ট্রাফিক সচেতনতা কার্যক্রম। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে কার্যক্রমের উদ্বোধন করেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
জানান, সড়কে শৃঙ্খলা ফেরাতে ১২১টি বাস স্টপেজের স্থান নির্ধারণ করা হয়েছে। রাজধানীর জাহাঙ্গীর গেট থেকে গুলিস্থানের জিরো পয়েন্ট পর্যন্ত গড়ে তোল হবে মডেল কোরির্ডএই রস্তায় সয়ংক্রিয় পদ্ধতিতে সিগন্যাল নিয়ন্ত্রণ করবে ট্রাফিক পুলিশ।
পরবর্তীতে রাজধানীর অন্যসব সড়কেও এই ব্যবস্থা চালু হবে। এছাড়া মোটর সোইকেলের যাত্রীর হেলমেট না থাকলে এবং ফুটওভার ব্রিজ ব্যবহার করে কেউ রাস্তা পারাপার না হলে আইনের আওতায় আনা হবে বলেও হুঁশিয়ারি জানান ডিএমপি কমিশনার।
নিউজ ডেস্ক / বিজয় টিভি