1. junayed@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. dcm01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
নিজের ভাতা অসচ্ছল মুক্তিযোদ্ধাদের বিলিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা রবিবার, ১৬ জুন ২০২৪, ০৬:৩২ অপরাহ্ন

নিজের ভাতা অসচ্ছল মুক্তিযোদ্ধাদের বিলিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০
  • ২২ বার পড়া হয়েছে

নিজের জমানো মুক্তিযোদ্ধা ভাতা হিসেবে প্রাপ্ত টাকা অসচ্ছল মুক্তিযোদ্ধাদের মাঝে বিলিয়ে দিয়েছেন,স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, স্বরাষ্ট্রমন্ত্রী তার প্রাপ্ত মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা নিজের নির্বাচনি এলাকার (ঢাকা -১২, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, হাতিরঝিল, শের-ই-বাংলা নগর) মুক্তিযোদ্ধাদের মাঝে বিতরণ করে দেন।

আজ (বৃহস্পতিবার) মনিপুরী পাড়ার নিজ বাসভবনে মোট ৩১ জন অসচ্ছল মুক্তিযোদ্ধাকে সাত হাজার টাকা করে দেন তিনি।
তিনি পবিত্র ঈদ উল আজহা সামনে রেখে স্বাস্থ্যবিধি মেনে তার নিজ বাসভবনে এসব মুক্তিযোদ্ধার মাঝে টাকা বিতরণ করেন এবং তাদের সাথে কুশল বিনিময় করেন।

এ সময় মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যেকে যাতে সুষ্ঠুভাবে ঈদ উদযাপন করতে পারেন সেজন্য আমার পক্ষ থেকে এই সামান্য উপহার। প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাদের ভাতা দিয়ে সম্মানিত করেছেন। এতে মুক্তিযোদ্ধাদের সামাজিক মর্যাদা আরও বেড়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী প্রতি মাসে তাঁর প্রাপ্ত ভাতা নিজে খরচ না করে জমিয়ে রাখেন এবং নির্দিষ্ট সময় পর পর এ জমানো ভাতা তাঁর নিজ এলাকার অসচ্ছল মুক্তিযোদ্ধাদের দিয়ে দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৪ বিজয় টিভি || All Rights Reserved.