এডিস মশা নিয়ন্ত্রণের মাধ্যমে নগরবাসীকে ডেঙ্গু থেকে সুরক্ষা দিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) তৃতীয় পর্যায়ের চিরুনি অভিযানের নবম দিন বুধবার মোট ৮৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে এডিস মশার লার্ভা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ মামলায় বিভিন্ন বাড়ি ও স্থাপনার মালিককে এ জরিমানা করা হয়। সেই সাথে অন্যদের সতর্ক করা হয়েছে।
ডিএনসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আজ ১৩ হাজার ১৫০টি বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন ইত্যাদি পরিদর্শন করে মোট ৭২টিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। এছাড়া ৭ হাজার ৯৪৪টি স্থাপনায় এডিস মশার বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যায়।
আজ উত্তরা, মিরপুর, মহাখালী, মিরপুর-১০, কারওয়ান বাজার, হরিরামপুর, দক্ষিণখান, উত্তরখান, ভাটারা ও সাতারকুল অঞ্চলে অভিযান চালানো হয়।
এ সময় সম্ভাব্য সব এডিস মশার প্রজননস্থলে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনাপূর্বক কীটনাশক ছিটানো হয় এবং জনসাধারণকে এ বিষয়ে পরবর্তীতে সতর্ক থাকতে বলা হয়েছে।
গত ৮ আগস্ট থেকে শুরু হওয়া তৃতীয় পর্যায়ের চিরুনি অভিযানে আজ পর্যন্ত মোট ১ লাখ ১৮ হাজার ৩০১টি বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন ইত্যাদি পরিদর্শন করে মোট ৬৩৫টিতে এডিসের লার্ভা এবং ৬৯ হাজার ৭৫৭টিতে এডিস মশার বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যায়।
এ পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ৯ লাখ ৩১ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সূত্র: ইউএনবি