মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় ভুয়া প্রশ্নফাঁসকারী প্রতারক চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বৃহস্পতিবার সকালে সংস্থাটির পাঠানো ক্ষুদে বার্তায় এই তথ্য জানানো হয়।
তিনি জানান, সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগের একটি টিম রাজধানীর বিভিন্ন এলাকা থেকে প্রশ্নপত্র ফাঁসকারী প্রতারক চক্রের পাঁচজনকে আটক করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিআইডিকে আরও জানান, তারা দীর্ঘদিন ধরে এই প্রশ্নপত্র ফাঁসের কাজ করে আসছে। কিন্তু এবার প্রশাসনের তৎপরতায় প্রশ্নপত্র ফাঁস করতে পারেনি। কিন্তু ভুয়া প্রশ্নপত্র তৈরি করে ১০টি ফেক ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে মেডিক্যালের প্রশ্ন পাওয়া যাচ্ছে বলে প্রচারণা চালায়।
এ সময় আসামিদের কাছ থেকে পাঁচটি মোবাইল, দুটি ল্যাপটপ ও বিকাশের বিন রেজিস্টার উদ্ধার করা হয়। মামলার তদন্ত বিষয়ে বিশেষ পুলিশ সুপার বলেন, এই মামলাটি তদন্তাধীন আছে। আমরা আশা করি প্রতারকচক্রের আরও বেশ কিছু সদস্যকে গ্রেফতার করতে পারবো।
নিউজ ডেস্ক / বিজয় টিভি