বিধি অমাণ্য করলে গণমাধ্যম মালিকদের সর্বনিম্ন ৫০ হাজার থেকে সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানার বিধান রেখে ‘গণমাধ্যম কর্মী আইন ২০১৮’ এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ বিষয়ে ব্রিফ করেন।
বলেন, ‘খসড়া আইনে যারা গণমাধ্যমে কাজ করবেন, তাদের আর শ্রমিক বলা যাবে না। তারা গণমাধ্যমকর্মী। খসড়ায় একটি ¯^াধীন ওয়েজ বোর্ডের গঠনের কথাও বলা হয়েছে। এই ওয়েজবোর্ডে অনলাইন নিউজ পোর্টাল, পত্রিকা, রেডিও, টেলিভিশনসহ সব গণমাধ্যমকে নিয়ে আসা হয়েছে। ওয়েজবোর্ডটি ‘গণমাধ্যমকর্মী ওয়েজবোর্ড’ নামে পরিচিত হবে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি